Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০২
গাজীপুরে হান্নান শাহ'র জানাজা সম্পন্ন
অনলাইন ডেস্ক
গাজীপুরে হান্নান শাহ'র জানাজা সম্পন্ন

গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র  জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে জেলা শহরের রাজবাড়ি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক এমপি হাছান উদ্দিন সরকার, দলীয় নেতাকর্মী ছাড়াও  সর্বস্তরের মানুষ অংশ নেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন।

সিঙ্গাপুর ছেরাঙ্গা অ্যাঙ্গলিয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত কয়েকটি জানাজায় অংশ নেন বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow