৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫৩

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক শুরু আজ

দীপক দেবনাথ, কলকাতা:

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক শুরু আজ

অবৈধ অনুপ্রবেশ, উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়া, জাল রুপি, মাদক ও গরু পাচার, জঙ্গি তৎপরতাসহ সীমান্ত নাশকতা সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ) ও বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি) -এর ডিজি পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে ভারতে। দিল্লিতে ছয়দিনব্যাপী এই বৈঠক চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। ৪৩ তম বৈঠকে ২৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করবেন বাহিনীর প্রধান কে.কে.শর্মা এবং বিজিবি'র ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাহিনীর ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ।

বৈঠকে যোগ দিতে শুক্রবার বিকালেই দিল্লিতে পৌঁছাচ্ছে বিজিবি'র প্রতিনিধি দলটি। চলতি বছরের মে মাসে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ৪২ তম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়।
 
এই বৈঠকে ভারতের বিএসএফ শীর্ষ কর্মকর্তারা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা সম্পর্কিত এজেন্সি এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

১৯৭৫ সাল থেকেই বছরে একবার বৈঠক হয়ে আসছে দুই বাহিনীর মধ্যে। ১৯৯৩ সালের পর থেকে বছরে দুই বার করে এই বৈঠক হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, আসাম ও ত্রিপুরা এই পাঁচ রাজ্যের মোট সীমান্তের পরিমাণ ৪০৯৬ কিলোমিটার। এই বিস্তৃত সীমান্তে বিএসএফ'র হাতে বাংলাদেশি মানুষ নিহত হওয়ার ঘটনাটি বৈঠকে যথেষ্ট গুরুত্বসহকারে ভেবে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিএসএফ'র দাবি- সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রুখতে মারণাস্ত্র ব্যবহার না করার কারণে সীমান্ত হত্যা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু এই মৃত্যু শূণ্যে নামিয়ে আনাই হবে প্রধান লক্ষ্য।

তবে এমন একটা সময় বিএসএফ-বিজিবি বৈঠক হচ্ছে যখন চব্বিশ ঘন্টা আগেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক শাসিত কাশ্মীরে গিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর