Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৯ অক্টোবর, ২০১৬ ১৮:৫৫
মাস্টার্সের ফল প্রকাশ
অনলাইন ডেস্ক
মাস্টার্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট পাসের হার ৯৩ দশমিক ৪৪ শতাংশ।

এবছর ৩০টি বিষয়ে সারাদেশের এক লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছন এক লাখ ৮৩ হাজার ৬৮০ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ৪২ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় শ্রেণিতে ৩২৫২ জন উত্তীর্ণ হয়েছেন।

রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে nu স্পেস mf স্পেস Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি মেসেজে ফল জানা যাবে।

বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow