Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০১৬ ১৬:৫০
আপডেট :
দুর্ঘটনা রোধে প্রচারণা নভেম্বরে শুরু
অনলাইন ডেস্ক
দুর্ঘটনা রোধে প্রচারণা নভেম্বরে শুরু

সড়ক ও রেল লাইন পারপারের সময় মোবাইলফোনে কথা বলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যাওয়া খুবই উদ্বেগজনক জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, এই দুর্ঘটনা রোধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় টেলিফোন অপরাটেরদের সঙ্গে মিলে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন কর্মসূচি চালাবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ দুর্ঘটনা রোধে এরই মধ্যে সকল মোবাইল অপারেটর ও অ্যামটব’র সঙ্গে আমি ব্যক্তিগত উদ্যোগেই কথা বলেছি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় টেলিফোন অপরাটেরদের সঙ্গে মিলে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন কর্মসূচি চালাবে।

আগামী নভেম্বর থেকে এই ক্যাম্পেইন কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/ ১৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow