২০ অক্টোবর, ২০১৬ ১৪:৫০

কাউন্সিলের নির্বাচন কমিশন গঠন

অনলাইন ডেস্ক

কাউন্সিলের নির্বাচন কমিশন গঠন

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করেছে দলটি। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিশন গঠন করা হয়।

তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান। এছাড়া উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য রাশেদ উল আলম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে দলটির ২০তম জাতীয় কাউন্সিলের কাউন্সিলর তালিকা, প্রস্তাবিত গঠনতন্ত্র, প্রস্তাবিত ঘোষণাপত্রও অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য, ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’- এই স্লোগানকে ধারণ করে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক কাউন্সিল। এ কাউন্সিল উৎসবমুখর, আনন্দঘন পরিবেশে ও জাকজমকপূর্ণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/ ২০ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর