Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৬ ২০:৫৫
আপডেট : ২১ অক্টোবর, ২০১৬ ২২:৩৩
আওয়ামী লীগের সম্মেলনে যাওয়া নিয়ে বিএনপিতে ধোঁয়াশা
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সম্মেলনে যাওয়া নিয়ে বিএনপিতে ধোঁয়াশা

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যাচ্ছে বিএনপি'র প্রতিনিধি দল। এমন খবরই এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে। এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বিএনপিকে সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার পর দলের এক যৌথ সভা শেষে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ব্যাপারটি নিয়ে ধোঁয়াশা কাটছেই না।  

এ ব্যাপারে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এখন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিদ্ধান্ত হলে জানানো হবে।  

এদিকে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছুক্ষন আগে একটি প্রতিনিধি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবনে ঢুকেছে বলে খবর পাওয়া গেছে।  

 

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow