২২ অক্টোবর, ২০১৬ ১০:৩৯

বর্ণিল উদ্বোধন

অনলাইন প্রতিবেদক

বর্ণিল উদ্বোধন

যেমনটা ধারণা করা হয়েছিল তেমনটাই জাঁকজমকভাবেই উদ্বোধন হলো আওয়ামী লীগের ২০তম সম্মেলনের। ১০টার পর সম্মেলন মঞ্চে উঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রঙিন বেলুন ও সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। 

এরপর মঞ্চে আসেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলা ও ইংরেজিতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ সম্মেলনকে 'ঐতিহাসিক' হিসেবে বর্ণনা করেন। 

এরপর আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর মঞ্চে আসেন নানা সাংস্কৃতিক গোষ্ঠী। আওয়ামী লীগের দলীর সংগীত দিয়ে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। 'শোনো একটি মুজিবুরের কণ্ঠ থেকে... বাংলাদেশ, আমার বাংলাদেশ', 'মুক্ত করো ভয়, আপন মনে শক্তি ধরো নিজেরে করো জয়', 'তোরা সব জয় ধ্বনি কর', জয় বাংলা, বাংলার জয়' প্রভৃতি দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। 

 

বিডি প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর