২২ অক্টোবর, ২০১৬ ১১:২৯

ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে আ.লীগের সম্মেলন

অনলাইন ডেস্ক

ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে আ.লীগের সম্মেলন

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন দলটির ফেসবুক পাতা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি আজ শনিবার (২২ অক্টোবর) সম্মেলন শুরুর দিন সকাল ১০টা থেকে অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচার শুরু হয়।

কাউন্সিল সূত্র জানিয়েছে, সারা দেশের নেতা-কর্মীদের অনলাইনে যুক্ত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে সবাই তো টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠান দেখতে পারবে না। তারা মোবাইলে ফেসবুকের মাধ্যমে বাসে, ট্রেনে, চলতি পথে লাইভ অনুষ্ঠান দেখতে পারবে। ফেসবুকে সরাসরি সম্প্রচারের দায়িত্ব পালন করছে দলটির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

সারা দেশ থেকে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর এই সম্মেলনে ভোটের মাধ্যমে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করবেন। পাশাপাশি মহানগর থেকে তৃণমূল, সব পর্যায়ের ৫০ হাজারের বেশি নেতা-কর্মী-সমর্থক এই কাউন্সিলে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের ফেসবুক লিংক:https://www.facebook.com/awamileague.1949


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর