২২ অক্টোবর, ২০১৬ ১২:৪৭

'বাংলাদেশের সঙ্গে নেপালের বন্ধুত্ব গভীর'

অনলাইন ডেস্ক

'বাংলাদেশের সঙ্গে নেপালের বন্ধুত্ব গভীর'

নেপালের সিনিয়র নেতা ড. রাম সরেন মাহাতো

নেপালের সিনিয়র নেতা ড. রাম সরেন মাহাতো বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জন্ম নেয়া বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী দেশে পরিণত হয়েছে।

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিদেশি অতিথিদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান তিনি।

ড. রাম সরেন মাহাতো বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে। ওই মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একজন মহান নেতা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন করছে। নেপালও উন্নয়নে বিশ্বাসী। তাই বাংলাদেশের সঙ্গে নেপালের বন্ধুত্ব গভীর।

বিডি প্রতিদিন/ ২২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর