শিরোনাম
২২ অক্টোবর, ২০১৬ ১৫:০৭

হৃদয় থেকে আলাদা হতে পারিনি

অনলাইন ডেস্ক

হৃদয় থেকে আলাদা হতে পারিনি

দুই বাংলা ভূখণ্ডে আলাদা হতে পারে, তবে হৃদয় থেকে কখনও আমরা আলাদা হতে পারিনি বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, সংসদ উপনেতা পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, সবসময়ই আমরা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান দুই বাংলার মানুষেরই অনুপ্রেরণা।  

আজ শনিবার দুপুর ১টার দিকে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে বক্তব্যে পার্থ চ্যাটার্জি এসব কথা বলেন। এসময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, সোনার বাংলা তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। তিনিই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। পার্থ চ্যাটার্জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।

 

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর