শিরোনাম
২৩ অক্টোবর, ২০১৬ ১২:৩১

'নির্বাচনে জয়ী হতে মানুষের কাছে যেতে হবে'

অনলাইন ডেস্ক

'নির্বাচনে জয়ী হতে মানুষের কাছে যেতে হবে'

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আজ সকালে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের কাছে যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে গত সাত বছরে বাংলাদেশে উন্নয়নের দৃশ্য মানুষের কাছে তুলে ধরতে হবে বলে জানান তিনি। ব্যাপক প্রচারের পাশাপাশি জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।

আজ সকাল ৯টা ৪০ মিনিটে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের কর্মসূচি শুরু করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। আগামী তিন বছরের জন‌্য ৬৫৭০ জন কাউন্সিলর এই কাউন্সিলের অধিবেশনে দলের নতুন নেতৃত্ব ঠিক করবেন। আওয়ামী লীগ সভাপতি কাউন্সিল অধিবেশনের শুরুতেই ২০১৯ সালের পরবর্তী নির্বাচনের জন‌্য দলকে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।

উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে তৃতীয় দফা নির্বাচনে জয়ী হতে নেতাকর্মীদের সেই লক্ষ‌্য নিয়ে জনগণের কাছে যাওয়ার পরমর্শও দিয়েছেন তিনি।

দলীয় সভাপতি শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ আমার আপনজন। আওয়ামী লীগ আমার পরিবার। আমার সন্তানদের এত সময় দেইনি, আওয়ামী লীগকে যত সময় দিয়েছি। এখন পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর