২৩ অক্টোবর, ২০১৬ ১৫:৫৩

সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও  এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পুর্ব দিকে অগ্রসর হতে পারে। এজন্য সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৭০ কি.মি. দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৬০ কি.মি. দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কি.মি. দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

এজন্য, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর