২৫ অক্টোবর, ২০১৬ ১০:০২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিম্নচাপটি পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৬.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫ ডিগ্রি পূর্ব দ্রাগিমাংশে) অবস্থান করছে। ২৪ অক্টোবর সোমবার দিবাগত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬১৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩০ কি.মি. দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৭১৫ কি.মি দক্ষিণ-দক্ষিণপূর্বে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপকেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এটি আরো ঘনিভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।  

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর পুনঃ এক নম্বর দূববর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর