২৫ অক্টোবর, ২০১৬ ১৪:৩৪

'জিডিপি ৭ দশমিক ১১ শতাংশ'

অনলাইন ডেস্ক

'জিডিপি ৭ দশমিক ১১ শতাংশ'

বর্তমানে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাত দশমিক ১১ শতাংশ। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন। 

দুপুর ২টা ৩০ মিনিটে শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক-পরবর্তী ব্রিফিং করবেন পরিকল্পনামন্ত্রী। এ সময় সভায় অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি।
 
চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয় সাত দশমিক দুই শতাংশ। গত অর্থবছর এই লক্ষ্যমাত্রা ছিল সাত শতাংশ। 


বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর