২৫ অক্টোবর, ২০১৬ ১৭:৫৩

'জেলা পরিষদ নির্বাচনের তফসিল নভেম্বরে'

অনলাইন ডেস্ক

'জেলা পরিষদ নির্বাচনের তফসিল নভেম্বরে'

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের মাঝামাঝিতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

মঙ্গলবার নির্বাচন কমিশনার (ইসি) তার কক্ষে সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই চিঠির আলোকে কমিশন বৈঠক করে তফসিল ঘোষণা করবে। আগামী নভেম্বর মাসের মাঝামাঝিতে এ তফসিল ঘোষণা হতে পারে।

মো. শাহনেওয়াজ আরও বলেন, ‘নির্বাচনবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে তা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনীবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ভেটিংসহ চূড়ান্ত অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, ২০১১ সালের ১৫ ডিসেম্বর তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর