২৬ অক্টোবর, ২০১৬ ০৩:৫০

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

অনলাইন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

সোলায়মান মোল্লা

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সোলায়মান মোল্লা (৯০) মারা গেছেন। তার হাজতি নম্বর ১৮২২২/১৫। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) বার্ধক্য জনিত কারণে সোলায়মান মোল্লা অসুস্থ হয়ে পড়লে কারাগারের চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করার পরামর্শ দেন। পরবর্তীতে কারারক্ষীরা চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নিয়ে আসেন।

এরপর রাত দেড়টার দিকে হাসপাতেলের দ্বায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোলায়মান শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলাটি বিচারাধীন ছিল। ঢাকা মেডিকেল কলেজে দায়িত্বরত কারারক্ষী জাকারিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।

২০১০ সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার সোলায়মান মোল্লাসহ আরও সাত রাজাকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের নির্দেশে ২০১৫ সালের ১৪ জুন রাতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর থেকে আসামি সোলায়মান মোল্লাকে গ্রেফতার করা হয়। 


বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর