২৭ অক্টোবর, ২০১৬ ১৩:২৫

'তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান একদিন হবে'

অনলাইন ডেস্ক

'তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান একদিন হবে'

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান একদিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে  নিজ দফতরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'তিস্তার পানি বণ্টন বিষয়ে ইতিবাচক ভারত। দেশটির বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই-কমিশনার।'

আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেন, 'আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়াই এখন চ্যালেঞ্জ।'
 
হাইব্রিড নেতাদের বিষয়ে করণীয় সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, 'দলে সব ধরনের লোকই থাকে। তবে বসন্তের কোকিলরা এসে দুঃসময়ের কর্মীদের যেন কোনঠাসা না করে সে বিষয়টিতে সতর্ক থাকতে হবে।'

বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর