২৭ অক্টোবর, ২০১৬ ১৪:৪৭
ধর্ষণের শিকার

শিশু পূজার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

শিশু পূজার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু পূজার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ধর্ষণের শিকার ৫ বছরের শিশুটির চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠক করেছে। এর আগে ওসিসি সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, ধর্ষণের শিকার শিশুটির যৌনাঙ্গ খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে। বুধবার সকালে তাকে অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু যৌনাঙ্গে সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দিনাজপুর জেলার পার্বতীপুরের জমিরহাট তকেয়াপাড়া গ্রামের বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। এ সময় তার জ্যাঠা বলে পরিচিত সাইফুল (৩৮) চকলেট ও সন্দেশের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরদিন ভোরে বাড়ির পাশে হলুদ ক্ষেতে অচেতন অবস্থায় শিশুটিকে পাওয়া যায় বলে জানান তার পিকআপ চালক বাবা।

 

বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর