২৮ অক্টোবর, ২০১৬ ১৫:৩১

'পদ্মা সেতুর অগ্রগতি ৩৯ ভাগ'

অনলাইন ডেস্ক

'পদ্মা সেতুর অগ্রগতি ৩৯ ভাগ'

পদ্মা সেতুর নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৩৯ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে এ তথ্য তুলে ধরেন তিনি।

এসম মন্ত্রী বলেন, জনগণের স্যাক্রিফাইস (আত্মত্যাগ) এই পদ্মা সেতু নির্মাণের সঙ্গে মিশে থাকবে। আমরা নীরবে কাজ করে যাচ্ছি। কাজ চলছে ২৪ ঘণ্টা। এটা নিয়ে আমরা খুব একটা উচ্ছ্বাস বা মাতামাতি করার বিষয়টিকে এড়িয়ে চলছি।

এসময় মন্ত্রী আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রথম স্প্যানটি বসে যাবে। ১৫ দিন পরপর বাকি স্প্যানগুলো বসতে থাকবে।

 

বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর