২ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৯

রোহিঙ্গাবাহী ৬ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাবাহী ৬ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ছয়টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী জলসীমানা অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এসব নৌকা ফিরিয়ে দেয়া হয়।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শুক্রবার ভোররাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নাফ নদীর জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে। এ নিয়ে গত ২ সপ্তাহে রোহিঙ্গা বোধাই শতাধিক নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

এদিকে নোবেলজয়ী অং সান সুচির দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর রক্তাক্ত জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। হত্যা করা হচ্ছে নারী, শিশু ও পুরুষদের। প্রতিদিন নতুন নতুন এলাকায় হামলা চালানো হচ্ছে। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত ১০ হাজারের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর