৩ ডিসেম্বর, ২০১৬ ১৪:৫৮
প্রতিবন্ধী দিবসে প্রধানমন্ত্রী

'সাধারণ শিক্ষার্থীদের মত প্রতিবন্ধীদেরও শিক্ষার ব্যবস্থা করব'

অনলাইন ডেস্ক

'সাধারণ শিক্ষার্থীদের মত প্রতিবন্ধীদেরও শিক্ষার ব্যবস্থা করব'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যেখানে যত প্রতিবন্ধী আছে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করে দেব। সাধারণ শিক্ষার্থীদের মত যেন তারা পড়তে পারে সে ব্যবস্থা করা হবে।' শনিবার বেলা পৌনে ১২টায় ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, 'প্রতিবন্ধীদের জন্য আওয়ামী সরকারই প্রথম শ্রেণীর চাকরির ব্যবস্থা করে।' কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বলিও না উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমরা ছোটবেলায় আদর্শ লিপিতে পড়েছি, কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বলিও না। অনেক পথ পাড়ি দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েই পৃথিবীর একটা শক্তিশালী সেনাবাহিনী পরাজিত করে আমরা বিজয় ছিনিয়ে আনি।'


বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর