৩ ডিসেম্বর, ২০১৬ ১৭:১০

ফের সংলাপের প্রস্তাব বিএনপির

অনলাইন ডেস্ক

ফের সংলাপের প্রস্তাব বিএনপির

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আগামী নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। দাম্ভিকতা, অসহনশীলতা ও দেশকে বিভক্ত করবার চক্রান্ত থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থে এটা নিয়ে আলোচনা জরুরি।'

আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যারিস্টার ফর চেঞ্জ নামে একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, 'নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করুন এবং একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। আসুন, আমরা নতুন করে একটা আলোচনা করি। একটা সংলাপ করি। সেই সংলাপের মধ্যে শান্তিপূর্ণভাবে কীভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়, আমরা সেই পথ বের করি।’

বিডি প্রতিদিন/ ৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর