৩ ডিসেম্বর, ২০১৬ ২২:৫৫

'ঢাকা-টোকিও সহযোগিতা অব্যাহত থাকবে'

অনলাইন ডেস্ক

'ঢাকা-টোকিও সহযোগিতা অব্যাহত থাকবে'

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

জাপানের সম্রাটের জন্মদিন উপলক্ষে আজ শনিবার ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে জাপানের জনগণ ও সরকারে অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জাপান একটি বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু।’
 
এসময় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য নাগরিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে ।

বিডি প্রতিদিন/ ৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর