৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:২২

যুদ্ধাপরাধী ইদ্রিস আলীর রায় সোমবার

অনলাইন ডেস্ক

যুদ্ধাপরাধী ইদ্রিস আলীর রায় সোমবার

মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় গণহত্যা, অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ ও হিন্দুদের দেশান্তরে বাধ্য করার অভিযোগে মৌলভী ইদ্রিস আলী সরদারের সাজা হবে কি না তা জানা যাবে সোমবার। খবর বিডিনিউজের।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করবেন।

ট্রাইব‌্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান, রায়ের জন্য অপেক্ষমাণ রাখা মামলাটি রবিবার কার্যতালিকায় এলে বিচারক রায় ঘোষণার জন্য দিন ঠিক করে দেন।

এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

এ মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের সঙ্গে ঋষিকেশ সাহা ও রেজিয়া সুলতানা চমন শুনানিতে অংশ নেন। আর পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে শুনানি করেন গাজী এমএইচ তামিম।

উল্লেখ্য, মৌলভী ইদ্রিস আলী সরদার পলাতক রয়েছে।

বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর