৫ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৬

মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, উদ্ধার ১

আব্দুস সালাম, টেকনাফ:

মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, উদ্ধার ১

উদ্ধার হওয়া রেহেনা

মিয়ানমারের জলসীমায় নাফ নদীতে রোহিঙ্গাবাহী  নৌকাডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয় জেলেরা এক নারীকে উদ্ধার করেছে।  

আজ সোমবার (৫ ডিসেম্বর) ভোর রাতে নাফ নদীতে জেলেরা মাছ শিকার করতে যায়। নাফ নদীর মোহনায় ভাসমান অবস্থায় এক নারীকে দেখতে পায় জেলেরা। তারা ওই নারীকে উদ্ধার করে। তিনি মংডু  বড় গউজবিল এলাকার মৌলভী সলিমের স্ত্রী রেহেনা(২২) বলে জানা গেছে।

উদ্ধার রেহেনা জানান, ৩০/৩৫ জন নাারী ও শিশু ছিল ওই নৌকাতে। এতে তার মা, ভাবী এবং ভাইয়ের দুই শিশু সন্তান নিখোঁজ রয়েছে বলে জানান। তিনি জানান, মিয়ানমারের জলসীমায় নৌকা ডুবির এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকায় অবস্থানরত কতিপয় রোহিঙ্গা সিন্ডিকেট এসব অবৈধ রোহিঙ্গা পারাপারে জড়িত। খোঁজ নিয়ে জানা গেছে, গত রাতে জাদীমুরা এলাকার মকবুল আহমদের ছেলে মো. ইসমাঈল, মুছার জামাই রোহিঙ্গা সলিম,  মৃত আলী জুহারের ছেলে রোহিঙ্গা  মো. হাশিম, নতুন রোহিঙ্গা আরফাত, রোহিঙ্গা বলি ঈমান হোসনের ছেলে মো. সালাম ওরফে বলি গুইজ্জা মিয়ানমারের বড় গউজিবিল থেকে রোহিঙ্গাবাহী নৌকাটি  নিয়ে আসছিল। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, ছোট নৌকাতে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়াতে এ দুর্ঘটনা ঘটেছে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর