৬ ডিসেম্বর, ২০১৬ ২০:২২

শাকিলের মৃত্যুতে শোকে আচ্ছন্ন ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি:

শাকিলের মৃত্যুতে শোকে আচ্ছন্ন ময়মনসিংহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোকে আচ্ছন্ন গোটা ময়মনসিংহ। ছাত্রলীগের সাবেক এই নেতার মৃত্যুর খবরে বেদনার্ত ও মর্মাহত তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও ভক্তরা। মৃত্যুর আগে রেখে যাওয়া অগনিত শুভাকাঙ্খিরা মঙ্গলবার ভিড় জমান নগরীরর বাঘমারা এলাকার বাসায়। ঢল নামে অগনিত শোকার্ত মানুষের। 

মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকা। ক্ষণে ক্ষণে বিলাপ করছেন মা নুরুন্নাহার হক টগর। 

বিকেলে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ দলমত নির্বিশেষে প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা নিহতের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বাসায়। এসময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিহতের পরিবারকে সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক শামসুল আলম খান, মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমানসহ প্রমুখ।

নিহতের মরদেহ আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে ময়মনসিংহের নিজ বাড়িতে আনার কথা রয়েছে। বাদ আছর ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।

 

বিডি প্রতিদিন/৬ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর