৭ ডিসেম্বর, ২০১৬ ১৬:০৯

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ১ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক


বঙ্গোপসাগরে নিম্নচাপ, ১ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আজ ভোর ৬টার দিকে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৮৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৫০১ কিলোমিটার দক্ষিণে, পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৫৫ কিলোমিটার দক্ষিণে ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে,  নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর