৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫৩

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ১৫ মিনিট অতিরিক্ত উড়তে বাধ্য হয়েছিল

নাজমুল হুদা, সাভার:

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ১৫ মিনিট অতিরিক্ত উড়তে বাধ্য হয়েছিল

ফাইল ছবি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দোষী সকলের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয় আয়োজিত প্রয়াত কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, বিমানে ত্রুটির ঘটনায় বেসরকারি বিমান কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শেষ করেছে। এখন চুড়ান্ত ফলাফল পেলেই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফরকালে বিমানে যে দুইটি ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়।  এছাড়াও চলতি বছরের ৭ জুন রানওয়েতে ধাতব বস্তু পড়ে থাকার বিষয়টি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানটি অতিরিক্ত প্রায় ১৫ মিনিট আকাশে উড়তে বাধ্য হয়েছিলো বলেও জানান তিনি। তবে পৃথক দুটি ঘটনায় ৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এসময় স্মরণ সভায় গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহসহ প্রমুখ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর