৮ ডিসেম্বর, ২০১৬ ২০:২৭

'রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক, মিলিটারি পন্থায় সমাধান সম্ভব নয়'

অনলাইন ডেস্ক

'রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক, মিলিটারি পন্থায় সমাধান সম্ভব নয়'

ফাইল ছবি

রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক, মিলিটারি পন্থায় এর সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটার আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী একথা বলেন।

ডেনিসের রাষ্ট্রদূততের সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক সমস্যা এবং মিলিটারি পন্থায় এর সমাধান সম্ভব নয়।' বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান। তিনি জানান, এ সময় বাংলাদেশে ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটার বলেন- তার দেশ বাংলাদেশের ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবার ইস্পিত লক্ষ্য অর্জনে অংশীদার হতে চায়। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে পারায় ডেনমার্ক গর্বিত বলেও এ সময় রাষ্ট্রদূত উল্লেখ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর