১০ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫৪

'গুম হওয়াদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে'

অনলাইন ডেস্ক

'গুম হওয়াদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে'

ফাইল ছবি

গুম হওয়া ব্যক্তিদের ব্যাপারে সরকার তদন্ত করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, বিচার-বহির্ভূত হত্যার কোনো অভিযোগ পেলে এবং প্রমাণিত হলে কঠোর হাতে তা দমন করা হবে।

তিনি বলেন, আমরা এ ধরনের হত্যাকে কঠিন হাতে দমন করছি। কারো কাছে কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্টদের জানাতে হবে। এ ধরণের হত্যা আইনের শাসন প্রতিষ্ঠায় বড় প্রতিবন্ধকতা বলেও মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক হামলার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে বাংলাদেশ সরকার এবং জনগণের যে অবস্থান তা জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর