১১ ডিসেম্বর, ২০১৬ ১৩:১৭

মওদুদের নাইকো মামলায় হাইকোর্টের রায় আপিলেও বহাল

অনলাইন ডেস্ক

মওদুদের নাইকো মামলায় হাইকোর্টের রায় আপিলেও বহাল

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নাইকো দুর্নীতি মামলার বিষয়ে হাইকোর্টের জারি করা রুল ১৯ জানুয়‍ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ দুদকের এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। 

এদিকে মওদুদ আহমেদ নিজেই তার পক্ষে শুনানি করেন। শুনানি শেষে খুরশীদ আলম খান জানান, মওদুদ আহমেদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার নাইকো মামলার বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। আজ আবেদনের শুনানি নিয়ে আপলি বিভাগ হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে ১৯ জানুয়ারির মধ্যে রুল নিষ্পত্তি করতে পক্ষগণকে নির্দেশ দিয়েছেন।

খালেদা জিয়াসহ ১১ আসমির বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে। আগামী ১৫ ডিসেম্বর এ মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। খালেদা ও মওদুদ ছাড়া এ মামলার বাকি আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালিন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহা ব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম) এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। আসামিদের মধ্যে মিয়া ময়নুল হক, কাশেম শরীফ ও কামাল উদ্দিন সিদ্দিকী পলাতক রয়েছেন।


বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর