১১ ডিসেম্বর, ২০১৬ ১৬:৩৫

'যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে আইনের খসড়ার কাজ চলছে'

অনলাইন ডেস্ক

'যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে আইনের খসড়ার কাজ চলছে'

সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তে আইন তৈরির খসড়ার কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার বাংলা একাডেমীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ জন মানবাধিকার কর্মীকে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘নাসিরনগরের-গোবিন্দগঞ্জের অপরাধী ও এ রকম ঘটনায় যারা লিপ্ত ছিলেন, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে চেষ্টা করা হবে যাতে এ রকম ঘটনা আর বর্তমান ও ভবিষ্যতে যেন না ঘটে।’

মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, সুলতানা কামাল ও সংগঠনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর