১১ ডিসেম্বর, ২০১৬ ১৮:১৯

'বাংলাদেশ ভ্রমণে সতর্কতা তুলে নেবে জাপান'

অনলাইন ডেস্ক

'বাংলাদেশ ভ্রমণে সতর্কতা তুলে নেবে জাপান'

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর বাংলাদেশ ভ্রমণ এবং বিভিন্ন প্রকল্পে অবস্থানরত জাপানিদের নিরাপত্তার বিষয়ে দেশটির দেয়া সতর্কতা শিগগিরই তুলে নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাপান সফর শেষে দেশে ফিরে রবিবার বিকালে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সফরে জাপানের অর্থমন্ত্রী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে জাপান।

তিনি বলেন, বেসরকারি খাতে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের ওপর কোনো সতর্কতা ছিল না। তবে সরকারি কর্মকর্তাদের ‍সাবধানে চলাচলের সতর্কতা জারি করেছিল দেশটি। জাপানের অর্থমন্ত্রী আমাদের জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আমাদের কোনো সতর্কতা থাকছে না। দ্রুত সময়ের মধ্যে আমরা আগের জারি করা সতর্কতা প্রত্যাহার করে নেব।

মন্ত্রী বলেন, বাংলাদেশে জাপানের অর্থায়নে কোনো প্রকল্পই বন্ধ হয়নি। সবই চালু রয়েছে। হলি আর্টিসানের ঘটনার পরও জাপান তাদের কোনো প্রকল্প বন্ধ করেনি।

বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর