১৬ জানুয়ারি, ২০১৭ ১৪:৫২

'৭ খুনের রায় বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য বার্তা'

অনলাইন ডেস্ক

'৭ খুনের রায় বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য বার্তা'

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য একটা ম্যাসেজ (বার্তা) বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নারায়গঞ্জের সাত খুনের মামলায় নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১’র চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) মাসুদ রানাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। র‌্যাবে কর্মরত ছিলেন এমন আরও ১৩ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই এটা ম্যাসেজ। এটা ম্যাসেজ যে, কেউ বাদ যাবে না। যারা দুস্কর্ম করবে, তারা আইন-শৃঙ্খলা বাহিনী হোক, কিংবা যেই হোক। কেউ আইনের ঊর্ধ্বে নেই সেটাই ম্যাসেজ, সেটা ক্লিয়ার।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ঘটনা সংগঠিত হওয়ার পর এর নৃশংস ও নির্মমতায় আমরা হতবাক হয়েছিলাম। আমার প্রতিক্রিয়া আপনাদের মতোই। আমাদের তদন্তকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সঠিকভাবেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযোগ্য চার্জশিট দিতে পেরেছিল। সেজন্য একটি জাতি ও ভিকটিম যারা তারা সঠিক বিচার পেয়েছে।’

এ রায়ের পর র‌্যাবের কার্যক্রমে কোন পরিবর্তন আসবে কিনা এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের বলেন, ‘র‌্যাবের এতগুলো সদস্য ছিল, এরা সবাই বিপথগামী। কোন আইনই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এসব কর্মকাণ্ড করতে উৎসাহিত করে না বরং নিরুৎসাহিত করে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেরাই বিপথগামী হয়েছে। কাজেই কোন আইন পরিবর্তনের কোন প্রশ্ন আসে না। তাছাড়া তারা যাদি আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যেত তবে আইন পরিবর্তনের প্রশ্ন আসত।’


বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর