১৭ জানুয়ারি, ২০১৭ ১৯:০৮

'কোনো অপরাধীই দায়মুক্তি পাবে না'

অনলাইন ডেস্ক

'কোনো অপরাধীই দায়মুক্তি পাবে না'

ফাইল ছবি

অপরাধী যত বড় হোক না কেন, সে দায়মুক্তি পাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার বিচার স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তি করায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে।

দেশে ২১তম প্রধান বিচারপতি বলেন, বিচারকদের শৃঙ্খলার বিষয়ে নির্বাহী বিভাগের হস্তক্ষেপের সুযোগ থাকলে অধস্তন আদালতের বিচারকদের পক্ষে স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকে। সংগত কারণে বিচার বিভাগের জন্য পৃথক শৃঙ্খলা ও আপিল বিধিমালা প্রণয়ন আবশ্যক বলে এর খসড়া প্রণীত হয়েছে। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশের বিষয়ে সরকারের সঙ্গে সামান্য বিষয়ে দ্বিমত থাকলেও তা অচিরেই দূর হবে বলে তিনি মনে করেন।

একই সঙ্গে বিচারকদের স্বতন্ত্র আচরণ ও শৃঙ্খলা বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হলে বিচার বিভাগ পৃথকীকরণের উদ্দেশ্য বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এসকে সিনহা।


বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর