১৯ জানুয়ারি, ২০১৭ ২১:৪১

'বাংলাদেশের জন্মের সাথে ত্রিপুরার নাম জড়িয়ে আছে'

অনলাইন ডেস্ক

'বাংলাদেশের জন্মের সাথে ত্রিপুরার নাম জড়িয়ে আছে'

ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশের জন্মের সাথে ত্রিপুরার নাম জড়িয়ে আছে। সেই দুর্দিনে তারা পরম বন্ধুর ভূমিকা রেখেছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের প্রতি ত্রিপুরা যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল, তা স্মরণীয়। সেই অবিস্মরণীয় সহায়তার কথা বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে থাকে। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শিল্প-সম্ভারে ত্রিপুরা সমৃদ্ধ। ত্রিপুরার সাথে পারস্পারিকভাবের আদান-প্রদানের মাধ্যমে আমরাও সমৃদ্ধ হতে পারি। এজন্য তিনি ভারত-বাংলাদেশের মধ্যে এ ধরনের উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব পর্ষদ দু'দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব পর্ষদের সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ত্রিপুরা সাংস্কৃতিক প্রতিনিধিদলের নেতা গৌতম দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, সেলিম শামসুল-উদা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর