২২ জানুয়ারি, ২০১৭ ১২:৫৬

আদালতে নূর হোসেন

অনলাইন ডেস্ক

আদালতে নূর হোসেন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি নূর হোসেনকে একটি মামলায় আদালতে হাজির করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। 

এর আগে তাকে কড়া পুলিশি পাহারায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের ওই আদালতে আনা হয়। চাঁদাবাজি, জমি দখলসহ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা দুইটি মামলায় নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

 

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর