২৩ জানুয়ারি, ২০১৭ ১৩:৫৭

'রেলসেতুর পাটাতনে বাঁশের ব্যবহার নতুন নয়'

অনলাইন ডেস্ক

'রেলসেতুর পাটাতনে বাঁশের ব্যবহার নতুন নয়'

রেলমন্ত্রী মুজিবুল হক (ফাইল ছবি )

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, "রেলপথের সেতুর পাটাতনে বাঁশ ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে বাঁশের ব্যবহার নতুন নয়। এ নিয়ে প্রকাশিত খবরের ফলেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।" আজ সোমবার সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে নতুন কোচের একটি ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় মুজিবুল হক বলেন, "এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অচিরেই ইন্দোনেশিয়া থেকে আনা প্রায় ২০০টি নতুন কোচ বহরে যোগ হবে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইনের কাজ শুরু হয়েছে, যা খুব দ্রুত সম্পন্ন হবে।"

এছাড়াও তিনি আরও জানান, "কক্সবাজার ও বরিশাল পর্যন্ত রেললাইন তৈরির প্রকল্পও দ্রুত শেষ হবে। আগামী দুই বছরের মধ্যে রেলের প্রকল্পগুলো শেষ হলে এ খাতে যুগান্তকারী উন্নয়ন হবে।"

 


বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর