২৪ জানুয়ারি, ২০১৭ ১৮:২৫

২১ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক

২১ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সড়কে চাঁদাবাজি বন্ধ, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনসহ ১২ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় চলমান পণ্য পরিবহন ধর্মঘট প্রতাহারের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় চার ঘণ্টা বৈঠক শেষে সমঝোতার ভিত্তিতে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
বৈঠক শেষে শ্রমিক নেতা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ধর্মঘট প্রত্যাহারের খবর জানান।

দেশের সড়ক-মহাসড়কগুলোতে পণ্য পরিবহন করা বিভিন্ন যান থেকে পুলিশের চাঁদাবাজি বন্ধ, ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণের সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি আদায়ে সোমবার ভোর থেকে শুরু হয় এই ধর্মঘট।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর