২৪ জানুয়ারি, ২০১৭ ২১:১৮

'ন্যাশনাল সার্ভিসে ১ লাখ ১০ হাজার কর্মসংস্থান হয়েছে'

নিজস্ব প্রতিবেদক

'ন্যাশনাল সার্ভিসে ১ লাখ ১০ হাজার কর্মসংস্থান হয়েছে'

যুব ও ক্রীড়া মন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার জানিয়েছেন, ন্যাশনাল সার্ভিসের আওতায় ১ লাখ ১০ হাজার ৩৫১ জন মানুষকে দুই বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে। অস্থায়ী কর্মসংস্থান শেষে অনেকে স্থায়ী কর্মসংস্থান কিংবা আত্মকর্মী হওয়ার সুযোগ লাভ করেছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজলায় পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের উত্তরে মঙ্গলবার সংসদে তিনি এ তথ্য জানান। যুব ও ক্রীড়া মন্ত্রী আরো বলেন, শিক্ষিত বেকার যুবকদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হয়েছে।  বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের ৩ বছরে ৫৫ হাজার ৮৮৪ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার মধ্যে ৪৯ হাজার ৩০৬ জন ২ বছরের অস্থায়ী কর্মে নিয়োজিত রয়েছে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর