২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৫১

শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: রোহেত আল রাজীব

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন তিনি। 

এরপর কিছুক্ষণ নীরবতা পালন করেন খালেদা জিয়া। এসময় তার সাথে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, রাত রাত ১২টা ৫০ মিনিটে গুলশান কার্যালয় থেকে দলের নেতাদের নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। রাত ১টা ২৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান তারা। এসময় একটি গাড়িতে ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে ঢোকেন খালেদা জিয়া। আরেকটি বড় বাসে যান অন্য নেতারা। 
 
রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি, কূটনীতিক কোরের ডিন, কূটনীতিক ও মিশন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ক্ষমতাসীন দলের প্রধান’র শ্রদ্ধা নিবেদন শেষে রাত দেড়টায় শহীদ মিনারে ফুল দেওয়ার সুযোগ পান খালেদা জিয়া।  

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর