২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৯

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের

অনলাইন ডেস্ক


বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের

ফাইল ছবি

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ দাবি জানান। এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পৃথিবীতে ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া এখন সময়ের দাবি। আজ যে কোনো উপায়ে জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষার করার দাবি তুলে ধরা আমাদের অঙ্গীকার হওয়া উচিত।

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর