২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:২৮

তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের মামলার বাসচালকের যাবজ্জীবন

অনলাইন প্রতিবেদক

তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের মামলার বাসচালকের যাবজ্জীবন

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ‌্যম ব‌্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে মামলাটির রায় ঘোষণা করা হয়। 

গত রবিবার যুক্তি-তর্ক উপস্থাপন শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর রায় ঘোষণার দিন বুধবার নির্ধারণ করেছিলেন। 

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। নিহত বাকি তিনজন হলেন মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।

এ ঘটনায় চুয়াডাঙ্গা বাসচালক জামির হোসেনকে আসামি করে ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

 

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর