২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:১৩

আবুল হোসেনকে আবারও মন্ত্রী চান এরশাদ

অনলাইন ডেস্ক

আবুল হোসেনকে আবারও মন্ত্রী চান এরশাদ

ফাইল ছবি

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ নাকচ হওয়ায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে আবারও মন্ত্রী হিসেবে দেখতে চান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

একজন দক্ষ মন্ত্রীর ক্যারিয়ার নষ্ট হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, “যেহেতু ভুল তথ্য ও মিথ্যা অপরাধে সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে, তার ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ন হয়েছে, সেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুল হোসেনের মন্ত্রিত্ব পুনর্বিবেচনায় নিয়ে তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করবেন বলে আমার বিশ্বাস। একই ঘটনায় সরকারের তৎকালীন সচিবকে ইতোমধ্যে চাকুরিতে পুনর্বহাল করা হয়েছে।”

বিবৃতিতে এরশাদ আরও বলেন, “যাদের মিথ্যাচার ও ষড়যন্ত্রে পদ্মা সেতু বিতর্কিত হয়েছে, যেসব পত্রিকা উদ্দেশ্যমূলকভাবে তৎকালীন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও সরকারকে হেয় প্রতিপন্নের চেষ্টা করেছে, যাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিত।”

বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/এনায়েত/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর