২২ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:০৬
সংসদে প্রধানমন্ত্রী

'দেশের একটি লোকও ভিক্ষা করবে না'

নিজস্ব প্রতিবেদক

'দেশের একটি লোকও ভিক্ষা করবে না'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য স্থায়ীভাবে দারিদ্রমুক্তির মাধ্যমে একটি ক্ষুধামুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণ করা। দেশের একটি লোকও ভিক্ষা করবে না, না খেয়ে থাকবে না। সবাই যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেই লক্ষে নিরন্তর কাজ করছে এ সরকার।
বুধবার জাতীয় সংসদের চর্তুদশ ও শীতকালীন অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দারিদ্র বিমোচনে 'একটি বাড়ি একটি খামার' নামে আমার নিজস্ব চিন্তাপ্রসূত একটি দারিদ্র্য বিমোচন মডেল কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। এটি ক্ষুদ্রঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয় প্রতিষ্ঠিত করেছে। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী অবশিষ্ট ১ কোটি ৮০ লাখ লোককে সম্পৃক্ত করে মোট ৩ কোটি মানুষের জন্য এ প্রকল্পের মেয়াদ ২০২০ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্য স্থায়ীভাবে দারিদ্র্যমুক্তির মাধ্যমে একটি ক্ষুধামুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণ করা।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর