Bangladesh Pratidin

প্রকাশ : ১০ মার্চ, ২০১৭ ০৯:২০ অনলাইন ভার্সন
বৃষ্টি হবে আজ!
অনলাইন ডেস্ক
বৃষ্টি হবে আজ!

শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। তাপমাত্রাও কম। আবহাওয়া অফিস বলছে, আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বয়ে যেতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়া। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্য অংশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩০ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ১৩ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৬ মিনিটে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

up-arrow