Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ মার্চ, ২০১৭ ০৯:৩৭ অনলাইন ভার্সন
আজকের আবহাওয়া
অনলাইন ডেস্ক
আজকের আবহাওয়া

আজ শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

এছাড়া সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা ও যশোরে ৩২ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ৬ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৮ মিনিটে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

up-arrow