২৫ মার্চ, ২০১৭ ০৮:৪০

জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী

অনলাইন ডেস্ক

জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামের ভবনের নিচ তলায় জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী। অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। আজ ভোর রাতে সেখানে পৌঁছেছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বৃষ্টি থেমে যাওয়ায় যেকোনো মুহুর্তে অভিযান শুরু হতে পারে বলে জানা গেছে।

এর আগে পুরো জঙ্গি আস্তানাটি কর্ডন করা ছিল। ধীরে ধীরে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’র কাছে ভিড়তে দেখা গেছে প্যারা কমান্ডো ও সোয়াত বাহিনীকে। তারা পার্শ্ববর্তী কয়েকটি ভবনের ভেতরে ও ছাদে অবস্থান নিয়েছেন।

রাতে অভিযান চালালে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হবে বিধায় ভোরে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, রাতে দফায় দফায় বৈঠক ও কৌশল নির্ধারণের পর সেনাবাহিনীর প্যারা কমান্ডো এবং সোয়াত টিম অভিযানের কৌশল নির্ধারণ করেছে। অভিযানটি সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা নেয়া হচ্ছে প্যারা কমান্ডোর। কিন্তু ভোরে চূড়ান্ত প্রস্তুতি নেয়ার পরপরই আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। 


বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর