২৫ মার্চ, ২০১৭ ১১:৩৬

জঙ্গি আস্তানায় অভিযান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

জঙ্গি আস্তানায় অভিযান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক বন্ধ

সিলেটে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় অপারেশন ‘টুয়ালাইট’ শুরু করায় সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কে সকাল থেকে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। পৌনে ৯টার দিকে শুরু হওয়া অভিযানের নেতৃত্বে আছেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

প্যারা-কমান্ডোদের সদস্যরা অভিযান শুরু করেছেন। এছাড়া বাইরে আছেন সোয়াত ফোর্স, পুলিশ, র্রাব, পিবিআই, ডিবি, এসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য।

এদিকে, সকাল পৌনে ৮টার দিকে আতিয়া মহলের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আতিয়া মহলের এক কিলোমিটারের মধ্যে সাংবাদিকসহ কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশে রাখা হয়েছে সাজোয়া যান, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আতিয়া মহল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। উস্তার আলীর নামে এক ব্যক্তির মালিকানাধীন পাঁচতলা ওই ভবনের নীচতলার একটি ফ্ল্যাটে নারীসহ একাধিক ‘জঙ্গি’ রয়েছে বলে ধারণা পুলিশের।

আজ অভিযান চলাকালীন গুলির শব্দ পাওয়া গেছে। ভবন থেকে নিরাপদে বের করে আনা হয়েছে আটকে পড়া কয়েকজন বাসিন্দাকে। অভিযানের শুরুতেই শুরু হয় বৃষ্টি। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই চলছে জঙ্গি বিরোধী অভিযান।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর