২৫ মার্চ, ২০১৭ ১৭:০৭
বিমানবন্দরের সামনে বোমা বিস্ফোরণ:

আত্মঘাতীর শরীরে সাড়ে চার ফুট লম্বা তারের টুকরো

অনলাইন ডেস্ক

আত্মঘাতীর শরীরে সাড়ে চার ফুট লম্বা তারের টুকরো

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তির শরীরে সাড়ে চার ফুট লম্বা তারের টুকরা পাওয়া গেছে। আর এ তথ্য নিশ্চিত করেছেন ময়নাতদন্তকারী টিমের প্রধান ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ।

শনিবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে সোহেল মাহমুদ বলেন, ‘নিহতের পিঠের মাঝ থেকে পরের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শরীরে সাড়ে চার ফুট (৫৪ ইঞ্চি) তারের টুকরা পেয়েছি। স্কচটেপ দিয়ে বোমা শরীরে বাঁধা ছিল। বাঁ-হাতের কব্জিতে রেগুলেটরের মতো একটা জিনিস বাঁধা ছিল। তারের বাকি অংশ ছিল সেখানে। এছাড়া শরীরে স্প্লিন্টারও পাওয়া গেছে।’

তিনি আরো জানান, বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তিকে আপাতদৃষ্টিতে আত্মঘাতী বলেই মনে হচ্ছে।’ তার পিঠের পেছন থেকে কোমরের নিচের অংশ পর্যন্ত বিস্ফোরণে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টের অদূরে বোমা বিস্ফোরণে ওই ব্যক্তি নিহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর